ad728

কালাইয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

কালাইয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন। 
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট। 
জয়পুরহাটের কালাই উপজেলায় বিভিন্ন ভাবে বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত কম্বল গুলো কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান সীতার্ত মানুষদের মাঝে বিতরণ করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় হতে ১ হাজার ৪ শত, ত্রাণ মন্ত্রণালয় হতে ৭ শত প্রাপ্ত কম্বল যার বেশির ভাগই বিতরণ করা হয়েছে এবং বিতরণ চলমান রয়েছে। স্থানীয় সরকারের উপদেষ্টার আগমন উপলক্ষে ২ হাজার এবং উপজেলা পরিষদ হতে ক্রয় করা হয়েছে ২ হাজার এই ৪ হাজার কম্বল বিতরণ করার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারী, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিগন, পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারী, ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা , কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ নানা পেশাজীবীর লোকজন কম্বল বিতরণ করার জন্য মানুষের নামের তালিকা দিতে সহযোগিতা করেছেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ