ad728

নাজিরপুর উপজেলা বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নাজিরপুর উপজেলা বিআরডিবির উদ্যোগে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি :

" উন্নত পল্লী, উন্নত দেশ, গড়বো সোনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী  সংঘের সদস্যদের  বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর (বিআরডিবি) বাস্তবায়নাধীন ইরোসপো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৭জানুয়ারি) উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠি ইউ জে কে মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
শ্রীরামকাঠি  ইউ জে কে মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মশিউর রহমান। 
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) তন্ময় কান্তি মির্বর এর সঞ্চালনায়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুম মিয়া। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ সোনিয়া পারভীন, গোবিন্দ পরামানিক, পবিত্র কুমার মজুমদার প্রমুখ। 

প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্যবিবাহের কুফল ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে দিক নির্দেশনা  দেওয়া হয়। 

উল্লেখ্য যে, ইরেসপো প্রকল্পের  আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১০০ জন ছাত্রীদের নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, নেতৃত্বের বিকাশ, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধসহ বয়:সন্ধিকাল সম্পর্কে সচেতনতা করা হয়।