গাইবান্ধায় প্রতিনিয়ত ভন্ড কবিরাজের প্রতারণায় শতশত মানুষ নিঃস্ব
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
গাইবান্ধায় প্রতিনিয়ত ভন্ড কবিরাজের প্রতারণায় শতশত মানুষ নিঃস্ব
মোঃ জাহাঙ্গীর আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের পুরাতন মাদ্রাসা পাড়ায়
ভন্ড কবিরাজ মাহাবুর নামে এক ব্যক্তির প্রতারণার শতশত মানুষ নিঃস্ব। জানাযায়,
মালিবাড়ী ইউনিয়নের রাকিব নামে এক ব্যক্তির কিছু টাকা হারিয়ে যায়। এলাকাবাসীর পরামর্শে রাকিব উক্ত কবিরাজের কাছে গেলে, সে বলে তোমার ভাই টাকাটা চুরি করেছে। এমন কথায় ভাইয়ের প্রতি তার সন্দেহ সৃষ্টি হয় এবং ভাই,ভাই দন্দ্ববাঁধে কিছু দিন পর রাকিবের সেই হারানো টাকা বের হয় তার ঘরের ভিতরে
তালাবন্ধ বাক্স থেকে। যেখানে রাকিব নিজে টাকা রেখেছিলেন অথচ তার খেয়াল ছিল না। সেই সুযোগে ভন্ড কবিরাজ এক দিকে যেমন কিছু টাকা হাতিয়ে নেই, অপর দিকে তার ভাইয়ের সাথে সম্পর্কের অবনত ঘটায়। শুধু রাকিব নয় এভাবেই প্রতিদিন ভন্ড কবিরাজ মাহাবুরের খপ্পরে প্রতারিত হচ্ছে শত,শত মানুষ। প্রতারণা করে ভন্ড কবিরাজ মাহাবুর অঢেল টাকার মালিক। তার এই অপকর্মে ক্ষুব্ধ ঘাগোয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা। রোগীরা প্রতারিত হওয়ার পর টাকা ফেরত চাইলে তিনি তার কাছে থাকা দাবীকৃত জ্বিনের দ্বারা বড় ধরনের ক্ষতি সাধনেরও ভয়ভীতি দেখান।
কিডনি সমস্যা,লিভারসিরোসিস, ক্যান্সারসহ নানা রোগের ভুয়া চিকিৎসা দিয়ে থাকেন এই প্রতারক। তার এই প্রতারণার স্বীকার হয়ে অনেক রোগী মারা যাওয়ারও অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ হলে প্রশাসন তাকে ধরার তৎপরতা চালালেও অজ্ঞাত কারনে মাহাবুর রয়েছেন ধরাছোয়ার বাহিরে।
আপনার মতামত লিখুন :