ad728

প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক ব্যাংকের পরিচালক ও যুগ্ম সচিব পরিচয়ে প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার। 

বাসুদেব সরকার, চাঁদপুর জেলা প্রতিনিধি: 

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে চাঁদপুর মডেল থানা পুলিশ কর্তৃক ব্যাংকের পরিচালক ও যুগ্ম সচিব পরিচয়ে প্রতারক চক্রের মূল হোতা আরাফাত রহমান প্রকাশ সাহেদ (৫৫) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের ফেসবুক ভেরিফাইড পেইজে ছবিসহ এ তথ্য প্রকাশ করা হয়। 

চাঁদপুর ডিস্ট্রিক্ট পুলিশ নামের ফেসবুক ভেরিফাইড পেইজে বলা হয়েছে, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা জনাব মোঃ বাহার মিয়া এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র)/ স্বপন নন্দী, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল হোসেন, সদর মডেল থানা এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা জনাব মোঃ মজিবুর রহমান, , এসআই/অনুপ কুমার দে, এএসআই/জাহিদ আকবরসহ চাঁদপুর  জেলার একদল চৌকশ টিম ঢাকা উত্তরা পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় উত্তরা পশ্চিম থানা প্রিয়াংকা হাউজিং সোসাইটি এলাকায় ০৮/০১/২০২৫ তারিখ দিবাগত রাত অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-০১, তারিখ-০৩ জানুয়ারি, ২০২৫; এর তদন্তে প্রাপ্ত আসামী আরাফাত রহমান প্রকাশ সাহেদ (৫৫), ৭নং ইউনিয়ন, থানা-সোনাইমুড়ী, জেলা-নোয়াখালী এ/পি প্রিয়াংকা হাউজিং সোসাইটি, উত্তরা পশ্চিম থানা, ডিএমপি, ঢাকা'কে গ্রেফতার করা হয়।

 আসামীকে গ্রেফতারকালে তার হেফাজত হতে প্রতারণার নগদ ৯,৮১,০০০/- টাকা, ০৬ (ছয়) টি বিভিন্ন ব্রান্ডের এনড্রয়েড মোবাইল ফোন, একাধিক ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া এনআইডি কার্ড সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ