ad728

জামালপুরে শহরের ডিবির বিশেষ অভিযানে মাদক সহ গ্রেফতার ১


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

জামালপুরে শহরের ডিবির বিশেষ অভিযানে মাদক সহ গ্রেফতার ১


জামালপুর শহরের দয়ামায়ী মোড়ের খাল পাড় সিগারেটের দোকানে ডিবির পুলিশের বিশেষ অভিযানে পালপাড়া এলাকার দুলু চৌহান (৬৫) নামে এক ব্যক্তিকে দুপুর ১টা ৩০ মিনিটের সময় ২২টি গাঁজার পুরা সহ যাহার আনুমানিক ওজন ১০০ গ্রাম এবং জিংক সং লেবেল ছাড়া একটি বোতল ও ১২৯০,টাকা সহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ। 

জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেন এবং নেতৃত্ব দেন। 
(১),এসআই সোহাগ (২),এসআই মোঃ আব্দুল আউয়াল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী খুচরা ভাবে মাদক বিক্রয়ের কথা স্বীকার করে। 

বর্তমান তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে আগামীকাল নিয়মিত মামলার রজু করে কোটের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে..

বিষয় টি নিশ্চিত করে বলেন,ওসি ডিবি সাকিব।

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু

আলোচিত শীর্ষ ১০ সংবাদ