ad728

নেছারাবাদে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, আটক -০৩


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নেছারাবাদে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, আটক -০৩ 


মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নেছারাবাদ বাজারের পাহারাদারের বিরুদ্ধে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার মিয়ার হাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পাহারাদারকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: বনি আমিন। আটককৃতরা হলো তৈয়ব আলী  (৬০), বানারী পাড়ার ইলুরহাট গ্রামের শহিদুল ইসলাম (৩৫), একই গ্রামের সাইফুল (৪৫) আটককৃতরা মিয়ার হাট বাজারের রাত্রিকালীন পাহারাদারের কাজে নিয়োজিত  ছিলেন। 


ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে একটি গার্মেন্টসে কাজ করেন ওই নারী। তার মায়ের অসুস্থতার কথা শুনে একদিনের জন্য তিনি গ্রামের বাড়িতে আসেন। সোমবার গভীর রাতে নেছারাবাদে আসেন সেখান থেকে টলার  যোগে সন্ধ্যা নদী খেয়া পার হয়ে মিয়ারহাট ট্রলার ঘাটে নামে। মিয়ার হাট বাজার থেকে যাওয়ার সময় পাহারাদাররা বিভিন্ন ধরনের হয়রানি মূলক কথাবার্তা জিজ্ঞেস করে। তৈয়ব আলী নামের লোকটি পুলিশের ভয় দেখিয়ে ওপর ০২জনের সহযোগিতায় ধর্ষণ করে। পরে বাকি ০২জনও ধর্ষণের চেষ্টা করলে আত্মচিৎকারে তারা সটকে পরে। রাতেই টহলরত  পুলিশের কাছে জানালে পুলিশ ওই পাহারাদার ০৩জনকে অাটক করেন।

এ ব্যাপারে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান,ওই নারী জবানবন্দিতে ধর্ষনের কথা বলেছেন। ঘটনা শুনে পাহারাদার ০৩জনকে ধরে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।