ad728

যুব অধিকার কমিটির পক্ষ থেকে ইউএনও কে শুভেচ্ছা ও মতবিনিময়


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

কালাইয়ে যুব অধিকার কমিটির পক্ষ থেকে ইউএনও কে শুভেচ্ছা ও মতবিনিময় 

সুকমল চন্দ্র বর্মন (পিমল) 
কালাই, জয়পুরহাট। 

জয়পুরহাটের কালাই উপজেলায় নবগঠিত যুব অধিকার পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আক্তার জাহানকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন: জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সুমন আহম্মেদ অভি, কালাই উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি আন্তাজ আলী মন্ডল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জেলা দপ্তর সম্পাদক আলামিন হোসেন, যুগ্ম সম্পাদক শামীম রেজা সালাম, দপ্তর সম্পাদক সুমন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আলামিন, প্রচার সম্পাদক জালাল ফকির, জেলা ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি আলামিন ইসলাম।

সভা শেষে নবগঠিত কালাই উপজেলা শাখা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে ইউএনও শামীমা আক্তার জাহানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

এই মতবিনিময়ে কমিটির সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা যুব সমাজের অধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের সক্ষমতা উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ইউএনও শামীমা আক্তার জাহান নবগঠিত কমিটির কার্যক্রমে শুভকামনা জানিয়ে বলেন, যুব সমাজের সঠিক নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা প্রশাসন সবসময় ইতিবাচক উদ্যোগে পাশে থাকবে।