কাউখালীতে ০২ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
কাউখালীতে ০২ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান
মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ নেট জাল ব্যবহার এবং পোনা মাছ আহরণের অপরাধে ০২ জেলেকে মৎস্য রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ত(ক) ধারায় ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা।
বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) সকালে উপজেলা চিটাপাড়া সংলগ্ন নদীর চরে ও বাঁশুরী খালে নিষিদ্ধ নেট জাল (চরগরা) দিয়ে পোনা মাছ আহরণের সময় কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ও কাউখালী থানা পুলিশের সহযোগিতায় ০২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ হাজার মিটার নেট জাল ও ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাদেরকে কাউখালী থানায় সোপার্দ করেন। আটককৃতরা হলেন মোঃ রফিক (৬২), পিতা: ওসমান গনি, গ্রাম জয়কুল, উপজেলা: কাউখালী, এবং শিশির রঞ্জন হালদার ( ৫০) পিতা :সুরেশ রঞ্জন হালদার, গ্রাম :ঘোষকাঠি, উপজেলা: নাজিরপুর।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, অবরোধের সময় রাতের আঁধারে প্রশাসনের অগোচরে অবৈধভাবে মাছ আহরণ ও নিষিদ্ধ জাল ব্যবহার করে আসছে। এ সকল নিষেধ অমান্যকারী অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :