সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ভাইকে কুপিয়ে হত্যা, আহত ২
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে ভাইকে কুপিয়ে হত্যা, আহত ২
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আতাউর রহমান বিপুল (৪৫) নামে চাচাতো ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে চাচাতো ভাই আপেল মিয়া।
১৭ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলা পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান বিপুল তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন ওরফে কালু তালুকদারের ছেলে। এ ঘটনায় বিপুলের স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আছমা বেগম (৬৫) গুরুতর আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দি গ্রামের তোতা তালুকদারের ছেলে আসাদুজ্জামান আপেলের সাথে চাচাতো ভাই আনোয়ার তালুকদার কালুর ছেলে বিপুল মিয়ার বসতবাড়ির ১৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। শুক্রবার বিপুল মিয়া বসতভিটার দুইটি গাছ কাটে। সংবাদ পেয়ে জমির সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে বিপুল ও আপেলের মা আনোয়ারা বেগমের সাথে কথা কাটাকাটি হয়।
এর কিছুক্ষণ পর আপেল বহিরাগত লোকদের ডেকে এনে দেশীয় অস্ত্র নিয়ে বিপুল ও তার স্ত্রীর উপর অতর্কিতভাবে হামলা করে। এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে কেটে আলাদা করে ফেলে এবং স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। এসময় বিপুলের মা আছমা বেগম এগিয়ে এলে তাকেও পিটিয়ে একটি হাত ভেঙে ফেলে। পরে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রত্যক্ষদর্শী সৌরভ, বাবু জানান, আমরা হঠাৎ চিৎকার শুনতে পাই। ঘটনাস্থলে এসে দেখি বিপুলের হাত ও পা দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছেপড়ে আছে এবং বিপুলের স্ত্রী মুক্তার হাতের আঙুল ও পায়ের রগ কেটে দিয়েছে। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ কাছে যাওয়ার সাহস পায়নি। পরে আমি মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে মাইকিং করে লোকজনকে ডাকতে থাকি পরে স্থানীয়দের আসতে দেখে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় তাদের আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন। আহত মুক্তা ও আসমা বেগমের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ দুই পরিবারের। এর জের ধরেই হতাহতের ঘটনা ঘটেছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত আপেলের মা আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
আপনার মতামত লিখুন :