চলছে বি এন পির চাঁদাবাজি
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
স্পেশাল রিপোর্টার
দৈনিক বেলা বার্তা
আওয়ামীলীগ এর পতন হতে না হতেই চাঁদাবাজিতে এখন মাঠে নেমে আসলো বি এন পি। নতুন বাজার বাঁশ তলা এলাকায় বেঙের ছাতার মত গড়ে উঠেছে চা এবং খাবারের দোকান। গত আওয়ামীলীগ সকার এর আমলে ও এ এলাকার দৃশ্য ছিল অনেকটাই ভিন্ন।
এ বাঁশতলা এলাকায় দেখা মেলেনি কোন দোকান ঘরের , কিন্তু আওয়ামীলীগ এর শাসন আমলে ম্যান রাস্তায় দোকান বসানোর নিষেধাজ্ঞা ছিল বটে। কিন্তু এখন বি এন পির চাঁদাবাজেরা দোকান ঘর বসানোর নাম করে বিভিন্ন গরিব মানুষের কাছে থেকে নিচ্ছে মোটা অংকের টাকা , এতেই তারা শান্ত নয়, প্রতি মাসে সে সব দোকান ঘর থেকে চাঁদা বাবদ নেয়া হচ্ছে ২০০/- টাকা ভাড়া। বিদ্যুৎ বিল বাবদ নেয়া হচ্ছে ৩০/- টাকা প্রতিদিন ।
এজন্যই কি বৈষম্য বিরোধী আন্দোলন করে আমদের কমল মতি শিক্ষার্থীরা দেশকে নতুন ভাবে স্বাধীন করেছিল?
বি এন পির লোকজনের এমন কাণ্ডকারখানায় অতিষ্ঠ হয়ে উঠেছে বাঁশ তলা এলাকার গরিব মানুষেরা।
এক জন নাম প্রকাশে অনিচ্ছুক চা এর দোকানি দৈনিক বেলা বার্তাকে জানালো বি এন পির লোকজনেরা ৭০,০০০/- টাকা মাসিক চাঁদা পান এ সব দোকান থেকে।
প্রশাসন ভাটারা থানা ও গুলশান থানা এ ব্যাপারে নিরব ভুমিকা পালন করছে ।
শোনা যায় এসব টাকার ভাগ এলাকার বি এন পির বড় বড় নেতাদের কাছেও পোঁছে যায় নিরবিগ্নে ।
আমাদের দেশের কেউ কি গরিব মানুষের পক্ষে দাঁড়াবে না?
আমাদের দেশে ফুটপাত দখল করে গরিব মানুষ ব্যাবসা করবে করুক এতে কোন রাজনৈতিক দল বা প্রশাসন কে চাঁদা কেন দিতে হবে।
আজকে বি এন পি চাঁদা নিচ্ছে কাল প্রশাসন নিবে এ কেমন আইন মানুষ জেনেও প্রতিবাদ করতে ভয় পায়।
অনিতি বিলম্বে এ চাঁদাবাজি বন্ধ করা হোক।
স্পেশাল রিপোর্টার
দৈনিক বেলা বার্তা
আপনার মতামত লিখুন :