ad728

লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত 

 মো:শফিকুল ইসলাম তুহিন বান্দরবান  প্রতিনিধি,

বান্দরবানের লামায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা 
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর
৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার  আয়োজন করা হয়েছে।উক্ত দোয়া ও আলোচনা সভা  উপজেলা বি এন পির কার্যালয়ে ১৯/১/২০২৫ইং তারিখ আসরের নামাজের পর শুরু হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বধীনতা সার্বভোমত্ব রক্ষায় এবং স্বাধীনতার চেতনায়,স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অক্লান্ত শ্রম ও ভূমিকা রয়েছে। তিনি যদি কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা না করতেন তাহলে এই বাংলাদেশ স্বাধীন হতো না। তাই তাঁর ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশ  স্বাধীনতা অর্জন করে। তাই জিয়াউর রহমানের জন্ম স্বার্থক বলে প্রমানিত। দোয়া ও আলোচনা সভায়  প্রধান অতিথি হিসাবে উপুস্থিত ছিলেন,লামা উপজেলা বি এন পির সভাপতি মোঃ আব্দুর রব। সভায় বিশেষ অতিথি হিসাবে উপুস্থিত ছিলেন, উপজেলা বি এন পির সহ সভাপতি মাওঃমোঃশামছুদ্দোহা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড জাহাঙ্গীর আলোম খান, পৌর সভা কমিটির সিনিয়র নেতা মোঃ ইউছুফ আলী কাউন্সিলর,মোঃ নূর আলম,মোঃ বশির পুলিশ, সহ কৃষক দল,শ্রমিক দল যুবদলএবং পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের  নেতৃবৃন্দগণ উপুস্থিত ছিলেন।  উক্ত দোয়া মাহফিল ও  আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বি এন পির আহবায়ক মোঃ সাইফুদ্দিন কাউন্সিলর। সন্ধ্যার পূর্বে মুনাজাতের মাধ্যমে সভাপতি দোয়া ও আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। এসময় মহান আল্লাহর নিকট  শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারস্থ সকলের দীর্ঘায়ু কামনা করা হয় এবং বান্দরবান জেলা বি এন পির সভাপতি ম্যামাচিং ও সেক্রেটারি জাবেদ রেজার জন্য ও দোয়া করা হয়।