ad728

ঐতিহ্যবাহী জবই বিলে চিত্রায়ন হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ''বাংলাদেশ'' কবিতা।


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নওগাঁর ঐতিহ্যবাহী জবই বিলে চিত্রায়ন হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ''বাংলাদেশ'' কবিতা। 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ''বাংলাদেশ'' কবিতা। পরিচালক মাহফুজ ফারুক জানান, শিঘ্রই আবৃত্তির এই ভিডিও চিত্রটি আনুষ্ঠানিক ভাবে কণ্ঠ শিখনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে। 
নজরুলের দেশপ্রেম আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে তার কবিতা নিয়ে আমরা কাজ করছি। মানবিকতা, সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠায় নজরুল চর্চায় নিবেদিত হওয়ার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। 

কণ্ঠ শিখনের প্রথম আবর্তনের ৮ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে এটির দৃশ্য এবং শব্দ ধারণ করা হয়েছে। অংশ গ্রহণকারীরা হলেন, তোফাজ্জল হোসেন, ফাহাদ ফরহাদ, হাসান মামুন, মুশফিকা, আরফিনা, শাহরিয়ার নাফিস, নবাব ও আব্দুল্লাহ মামুন। আবৃত্তি প্রতিষ্ঠান কণ্ঠশিখনের নির্বাহী পরিচালক মাহফুজ ফারুকের পরিচালনায় শনিবার দুপুরে চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।  

উল্লেখ্য বাংলা ও বাংলাদেশি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে কণ্ঠ শিখন সকল শ্রেণি-পেশার মানুষদের একদিকে আবৃত্তি ও প্রমিত উচ্চারণ প্রশিক্ষণ প্রদান করছে। অন্যদিকে বাংলা কবিতাকে সকলের কাছে পৌঁছে দেয়ার লক্ষে কবিতার চিত্রায়ণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ