পারিবারিক শত্রুতার জেরে সেনা সদস্যকে কুপিয়ে জখম, গ্রেফতার ০৩
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
পারিবারিক শত্রুতার জেরে সেনা সদস্যকে কুপিয়ে জখম, গ্রেফতার ০৩
মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি:
জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মোঃ মিরাজ শিকদার (৪০) নামে এক সেনা সদস্যকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার দিবাগত ভোররাত ০৪টার দিকে পিরোজপুর সদর উপজেলার রানীপুর বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিরাজ শিকদার কক্সবাজারের রামু সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত। তিনি কাউখালী উপজেলার জেলাগাতি ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের আব্দুস সালাম শিকদারের ছেলে। ছুটিতে বাড়িতে থাকাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার সময় মিরাজ শিকদার ফলইবুনিয়া গ্রামের বাড়ি থেকে তার ফুফাতো ভাই মোঃ মিঠু খন্দকারকে পিরোজপুর শহরে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে প্রতিপক্ষরা রানীপুর এলাকায় তাদের উপর হামলা করে মিরাজ শিকদার ও মিঠু খন্দকারকে কুপিয়ে গুরুতর জখম করে।এ ঘটনায় মিরাজ শিকদারের পিতা আব্দুস সালাম শিকদার বাদী হয়ে রবিবার পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
কাউখালী থানা পুলিশ ফলইবুনিয়া গ্রাম থেকে আসামি বেবি খাতুন (৩৫), ইভা খাতুন (৪৯), হাসিনা বেগম (৩২) নামে ০৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে , বাকি আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। পিরোজপুর সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর আশরাফুল ইসলাম আহত সেনা সদস্য মোঃ মিরাজ শিকদারের বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, সেনা সদস্যেকে কুপিয়ে আহত করার ঘটনা খুবই দুঃখজনক।এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :