ঘরের সীঁদ কেটে মা মেয়েসহ ০৩ নারী ও শিশুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
ঘরের সীঁদ কেটে মা মেয়েসহ ০৩ নারী ও শিশুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ঘরের সিঁদ কেটে মা-মেয়েসহ ঘুমন্ত ০৩ নারী ও শিশুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোররাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসা বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় জেসমিন বেগম (৪৫), ইয়ানা (১৩), ও জুয়েনা (১২) নামে ০৩ নারী ও শিশু মারাত্মক জখম হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢেপসাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকায় মো: জাহাঙ্গীর হোসেন একজন জেলে। ঘটনার ০৩দিন পূর্বে তিনি বঙ্গোপসাগরে ট্রলার দিয়ে মাছ ধরতে জান। রাতে জাহাঙ্গীরের স্ত্রী জেসমিন বেগম (৪৫), তার মেয়ে ইয়ানা (১৩) ও তাদের এক আত্মীয়ের মেয়ে জুয়েনা (১২) ঘরে ঘুমিয়ে ছিল। রাতে ঘরের সিঁদ কেটে দুর্বৃত্তরা ঘুমন্ত ০৩ নারীও শিশুর উপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে। তাদের ঘরের ব্যবহৃত আলমারি ভাঙ্গার চেষ্টা করে ও ব্যর্থ হয়েছে। ০৩ নারীর শরীরে স্বর্ণের জিনিস পত্র থাকলেও তা নেয়নি, তবে জেসমিনের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তাদের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল ভর্তি করলে ও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
স্থানীয়রা আরো জানান, জাহাঙ্গীরের পরিবারের লোকজন ধার্মিক প্রকৃতির। বিনা প্রয়োজনে তারা ঘরের বাইরে বের হন না। তাদের প্রকাশ্য কোন শত্রু নেই।
এ ব্যাপারে এখন পর্যন্ত হামলার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি বা হামলা কারীরা কেউ গ্রেফতার হয়নি।
জিয়ানগর উপজেলা থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, অতি শীঘ্রই এ ঘটনার রহস্য উদঘাটন হবে এবং হামলাকারীদের গ্রেপ্তার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :