নাটোরে মাকে হত্যার দায়ে কন্যার দশ বছরের আটকাদেশ
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
নাটোরে মাকে হত্যার দায়ে কন্যার দশ বছরের আটকাদেশ।
মোঃ ইমরান আহমেদ।
নিজস্ব প্রতিবেদক,নাটোর
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় মাকে হত্যার দায়ে নুসরাত জেরিন ববি (১৬) নামে এক কন্যাকে দশ বছরের আটকাদেশ প্রদান করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের মাননীয় বিচারক মো. আব্দুর রহিম এ রায় প্রদান করেন। দণ্ডিত নুসরাত জেরিন ববি গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ি গ্রামের নজরুল ইসলামের কন্যা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মার্চ নুসরাত জেরিন ববি তার স্বামীকে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মাতা সেলিনা বেগমকে চাপ প্রয়োগ করেন। কিন্তু সেলিনা বেগম মেয়ের এ আবদার প্রত্যাখ্যান করলে পরদিন অর্থাৎ ২২ মার্চ মাতা-কন্যার মধ্যে বাকবিতণ্ডা হয়।
বাকবিতণ্ডার একপর্যায়ে ববি ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে মাতা সেলিনা বেগমের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সেলিনা বেগমের মৃত্যু ঘটে। ঘটনার পরদিন সেলিনা বেগমের ভাই সুলতান আহমেদ বাদী হয়ে নুসরাত জেরিন ববির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দণ্ডিতকে অপ্রাপ্তবয়স্ক বিবেচনা করে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন। তবে, আসামি নুসরাত জেরিন ববি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।
এ প্রসঙ্গে নাটোর জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শান্ত বলেন, "এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে, আসামির পলাতক থাকা আমাদের সমাজের আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।"
এ ঘটনার পরিপ্রেক্ষিতে পারিবারিক সম্পর্ক ও নৈতিক শিক্ষার অভাবের বিষয়টি সমাজে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :