ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে সিকিউরিটি গার্ডের মাথায় আঘাত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
কালাইয়ে ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে সিকিউরিটি গার্ডের মাথায় আঘাত
সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই অগ্রণী ব্যাংকের সিকিউরিটি গার্ডের মাথায় চাকু মেরে আঘাত করেছে ডাকাত দলের সদস্যরা।
কালাই পৌর এলাকা থুপসারা মাদ্রাসা পাড়ার বাসিন্দা মৃত আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৬) উপজেলা সদর প্রাণ কেন্দ্রে কালাই অগ্রণী ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে চাকুরী করেন। তার কাছ থেকে জানা যায় ২৩ শে জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১ টায় বাড়ীর মেইন দরজা ভেঙ্গে সরাসরি শোয়ার ঘরে ঢুকে তাকে ঘুম থেকে উঠায়ে তার কাছ থেকে ব্যাংকের গেট খোলার চাবি নেওয়ার পর মোবাইল কেড়ে নেয়। তারপর তাকে সাথে নিয়ে থুপসারা মাদ্রাসার দক্ষিণ দিকে মাটির রাস্তা দিয়ে টিএনটির পাশ দিয়ে জয়পুরহাট -বগুড়া মহাসড়কে ওঠার জন্য রওনা দেয়। বাড়ি থেকে কিছুদূর আসার পর শফিকুল ইসলাম বলে আমার প্রসাব লেগেছে এই কথা শুনে তাকে প্রসাব করার সুযোগ দেওয়া হলে সেই সুযোগেই তিনি তাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড় দেওয়ার সময় ডাকাত দলের লোকজনেরা তার মাথা লক্ষ্য করে চাকু নিক্ষেপে আঘাত করে আহত করে। আহত অবস্থায় তিনি জীবন বাঁচানোর তাগিদে দৌড়িয়ে তার বড় ভাই সাইদুলের বাড়ির সামনে গিয়ে জোরে জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার চিৎকার শুনে ভাই, ছেলে ও প্রতিবেশীরা এসে তাকে চিকিৎসা করার জন্য স্থানীয় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। তিনি পুরুষ ওয়ার্ডে ৩৯ নাম্বার বিছানায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উক্ত শফিকুল ইসলাম আরো জানান ডাকাত দলের লোকজনদের হাতে পিস্তল, বড় বড় ছুড়ি ও চাকু ছিল।
আপনার মতামত লিখুন :