দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
হাইমচরের দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন
বাসুদেব সরকার, চাঁদপুর জেলা প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ ঘটিকা হতে দিনব্যাপী দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম শাহনেওয়াজের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, অ্যাকাডেমিক সুপারভাইজার আহসানুল হক, ৭নং পূর্ব চরকৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন I এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি হাইমচর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও শিক্ষক নেতা হারুনুর রশিদ গাজী, যুগ্ম আহ্বায়ক আবু তাহের সর্দার, স্বেচ্ছাসেবক দল হাইমচর উপজেলা শাখার আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ জামায়েতে ইসলামী হাইমচর উপজেলা শাখার সেক্রেটারী জসীমউদ্দীনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
আপনার মতামত লিখুন :