ad728

নাটোরে প্রীতি কাবাডি টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নাটোরে প্রীতি কাবাডি টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত।

মোঃ ইমরান আহমেদ।
নিজস্ব প্রতিবেদক, নাটোর।

নাটোর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে আয়োজিত প্রীতি কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) নাটোর শহরের ফুলবাগান হেলিপ্যাড মাঠে এই টুর্নামেন্টটি পৌরসভা একাদশ বনাম ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফ হোসেন। সভাপতিত্ব করেন নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বলেন, “এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মনোবল বাড়ায় এবং তাদের সুস্থ বিনোদনের পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে। আমরা আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করবো।”

এদিনের কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুই দলই উত্তেজনাপূর্ণ খেলা উপহার দেয়, যা দর্শকদের মন জয় করে। খেলার মাধ্যমে তারুণ্যের শক্তি এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব বলে উল্লেখ করেন আয়োজকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী ক্রীড়ার প্রতি তার বিশেষ আগ্রহ এবং ভালোবাসা প্রকাশ করে বলেন, “ক্রীড়ার মাধ্যমে তারুণ্যের মননশীলতা বাড়ানো এবং তাদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এই ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।

প্রীতি কাবাডি টুর্নামেন্টে ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পৌরসভা একাদশের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ইউনিয়ন একাদশ বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফ হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী।

নাটোর সদর উপজেলা প্রশাসনের এমন আয়োজন ক্রীড়াপ্রেমী জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, তারুণ্যের শক্তিকে আরও সমৃদ্ধ করতে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।