অন্তঃসত্ত্বা গাভী জবাই করে বাজারে বিক্রি, অভিযোগ করলেও প্রশাসনের নেই পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
ঘোষেরহাটে অন্তঃসত্ত্বা গাভী জবাই করে বাজারে বিক্রি, অভিযোগ করলেও প্রশাসনের নেই পদক্ষেপ
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে ০৫ মাসের অন্তঃসত্ত্বা গাভী জবাই করে বাছুরটি খালে ফেলে দিয়ে গোসত বিক্রি করেছেন কাওসার মাতুব্বর (২৫) নামে এক স্থানীয় কসাই। কাওসার দক্ষিণ ইন্দুরকানি গ্রামের মিল বাড়ি এলাকার সোনামু দ্দিন মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ জানুয়ারি) ঘোষেরহাট বাজারে অতি ভোরে কাওসার মাতুব্বর তার লোকজন নিয়ে গাভিটি জবাই করে তার পাশে খালের চরে বাছুরটি পেট কেটে ফেলে দেয়। জোয়ারের কারণে তখন বাছুরটি পানিতে তলিয়ে যায় বলে কেউ দেখতে পায়নি। গোস্ত বিক্রি করে তিনি বাড়ি চলে যান। বিকেল তিনটায় স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী বাবুল মুন্সি প্রথমে খালের চরে মৃত্যু বাছুরটি দেখতে পেয়ে বাজার কমিটিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানান।
বাজার কমিটির সভাপতি মাকিত শিকদার পরিদর্শন শেষে ঘটনার সততা পেয়ে জিয়ানগর থানায় অবহিত করলে তাৎক্ষণিকভাবে সেকেন্ড অফিসার আব্দুল জলিল ও এস আই আশিকুজ্জামান ঘটনাস্হলে এসে স্থানীয়দের নিয়ে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি জানান, আমরা ঘটনার সত্যতা পেয়েছি কিন্তু কার্যকরী ব্যবস্থা নিতে ভেটেরিনারী সার্জন এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করতে হবে। তারা এসে অভিযুক্তকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করতে পারবে। আমরা তা বাস্তবায়ন করতে পারবো।
বাজার কমিটির সভাপতি মাকিত শিকদার ভেটেরিনারি সার্জন ডাক্তার মোঃ মহিউদ্দিন কে জানালে তিনি প্রথমে আসতে না চাইলেও একাধিক লোকের ফোনের কারণে তিনি ঘটনাস্হলে চলে এসে স্থানীয়দের নিয়ে পরিদর্শন শেষে জানান, ঘটনাটি যেহেতু সকালে ঘটেছে আপনারা দেখেছেন বিকেলে। আপনারা হাতে নাতে সাথে সাথে ধরতে পারলে কার্যকরী ব্যবস্থা নেয়া যেত। খালের মৃত বাছুর অন্য কোথা থেকেও ভেসে আসতে পারে। এ ব্যাপারে যথাযথ প্রমাণের অভাব রয়েছে। পরবর্তীতে আপনারা হাতে নাতে ধরতে পারলে আমরা কার্যকরী ব্যবস্থা নিতে পারব। তার উদাসীনতার কারণে স্থানীয় জনগণের মধ্যে বিরূপ প্রভাব দেখা যায় এবং তারা এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে দায়ী করেন।
এ ব্যাপারে অভিযুক্ত কাওসার মাতুব্বরকে একাধিকবার মোবাইলে কল দিলে তিনি কেটে মোবাইলটা বন্ধ করে রাখেন।
আপনার মতামত লিখুন :