দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির হাটসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’
দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির হাটসভা অনুষ্ঠিত
মোঃ জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি গাইবান্ধা।
২৭/০১/২০২৫ইং
গাইবান্ধা।।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে হাটসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় চারমাথায় কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল কমিটির উদ্যোগে অঞ্চল সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হাটসভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডল, ক্ষেতমজুর নেতা এমদাদুল হক মিলন প্রমুখ।
বক্তারা বলেন, বিগত সরকারের সময় দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল। দুর্নীতি, লুটপাট, মামলা-হামলা, বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, ভোটাধিকার হরণসহ নানা অপকর্মের কারণে তাদের পতন অনিবার্য হয়েছিল। আর এসব থেকে মুক্তির আকাঙ্খায় মানুষ রাস্তায় নেমেছিল। অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্যে মানুষের আকাঙ্খার বিপরীত কর্মকান্ড শুরু হয়েছে। তারা সিন্ডিকেট ভাঙ্গার বদলে নিত্যপণ্যের উপর ভ্যাট আরোপ করেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে মুক্তিযুদ্ধকে বিতর্ক করছে, বাংলাদেশের নাম পরিবর্তনের ষড়যন্ত্র করছে। যা কখনই গ্রহণযোগ্য না। বক্তারা অবিলম্বে বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।
আপনার মতামত লিখুন :