ad728

রবিন হত্যা মামলা: নাটোরে সাবেক ছাত্রলীগ নেতা মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

রবিন হত্যা মামলা: নাটোরে সাবেক ছাত্রলীগ নেতা মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর।

মো. ইমরান আহমেদ
নিজস্ব প্রতিবেদক, নাটোর

নাটোরে রবিন হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল আমিন এ আদেশ দেন।

এই বিষয়টি নিশ্চিত করেন নাটোর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) গোলাম রাব্বানী।

তিনি জানান, রবিন হত্যা মামলায় আসামি রিয়াজুল ইসলাম মাসুমকে আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিনের মৃত্যু ঘটে এমপি শিমুলের জান্নাতি প্যালেসে অগ্নিকাণ্ডে।

গোলাম রাব্বানী আরও জানান, রিয়াজুল ইসলাম মাসুমের বিরুদ্ধে মোট ৯টি মামলা চলমান রয়েছে। গতকাল অন্য একটি মামলায় আদালতে হাজির হওয়ার সময় তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্লোগান দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন। এ বিষয়টি আদালতে আলোচিত হয়েছে।

এ মামলার তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ