ad728

জামালপুরের দুটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

জামালপুরের দুটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

জামালপুর সদরের শরিফপুর ও লক্ষ্মীরচর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি এই দুটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে জামালপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উন্নয়ন সংঘ, স্থানীয় সরকার, ইউএনডিসি, ভিডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম ও ধর্মীয় নেতাদের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম, লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর জামালপুর এপি ম্যানেজার বিমল জেমস কস্তা, সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন উপস্থিত ছিলেন
বক্তারা বলেন, বাল্যবিয়ে রোধ করে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু