গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন।
খাগড়াছড়ি প্রতিনিধি-
বুধবার (২৯জানুয়ারি) সকাল ৯ ঘটিকায় মাটিরাঙ্গা উপজেলার গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাঠে এক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ৮ঘটিকায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যসূচি শুরু করেন।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নুরুল হুদা(প্রধান শিক্ষক)গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়।
এতে সঞ্চালনায় করেন অএ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরিফুল ইসলাম বিদ্যুৎ (ভারপ্রাপ্ত) মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আবু ফজল ভূঁইয়া সহ সভাপতি উপজেলা বিএনপি ,মোহাম্মদ শাহরিয়ার মোল্লা আহবায়ক মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ ইদ্রিস মিয়া সাধারণ সম্পাদক গোমতী ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক গোমতী ইউনিয়ন বিএনপি, মোঃ হানিফ মিয়া আহবায়ক গুমতি ইউনিয়ন যুবদল। মোঃ সেলিম মিয়া সভাপতি গোমতী ইউনিয়ন তাঁতি দল,বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লা সহ আরো অতিথি ও অভিভাবক বৃন্দ।
এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৭টিরও বেশি খেলাধুলা ও অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।'যেমন খুশি তেমন সাজো,অংক দোর,সৃতি পরিক্ষা,কবিতা আবৃত্তি সহ বিশেষ আর্কষণ হিসেবে রেখেছে অভিভাবকদের বালিশ বদল প্রতিযোগিতা।
এসময় দিক-নির্দেশনামূলক আলোচনায় বক্তারা বলেন, ‘নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই। অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের পড়াশোনা সহ অন্যান্য গঠনমূলক সহশিক্ষায় নিয়োজিত করা।
পরে বিকাল ৩ ঘটিকায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
আপনার মতামত লিখুন :