যুবদলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
নাটোরে তেবাড়িয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
মোঃ ইমরান আহমেদ।
নিজস্ব প্রতিবেদক, নাটোর।
নাটোরে ০২ নং তেবাড়িয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ.হাই তালুকদার ডালিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছ, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ কামাল ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মজিদ আকন্দ, সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক সবুর মাহমুদ সোহেল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ০২ নম্বর তেবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোঃ আতিকুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক, ০২নং তেবাড়িয়া ইউনিয়ন যুবদল।
প্রধান অতিথি এ.হাই তালুকদার ডালিম তার বক্তব্যে বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, "বিগত সরকারের আমলে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ পাইনি। আমাদের দেওয়া ত্রাণ লুট করে নিয়েছে স্বৈরাচারের দোসররা। সাধারণ মানুষের দুর্ভোগ তারা কখনোই লাঘব করতে চায়নি, বরং দুর্নীতির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করেছে।
তিনি আরও বলেন, যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসে তাহলে জনগণের জন্য আরও বেশি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। কেউ যাতে অবহেলিত না থাকে সেজন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।
নাটোরের ০২ নং তেবাড়িয়া ইউনিয়নের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে ডালিম বলেন, "বিগত সরকারের গুন্ডা ও সন্ত্রাসী বাহিনী এই এলাকার মানুষকে নিপীড়ন ও নির্যাতন করেছে। কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। বিএনপি ক্ষমতায় এলে ২নং তেবাড়িয়াবাসীকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত ও শান্তিপূর্ণ নাটোর গড়ে তুলবো। জনগণের পাশে থাকাই আমাদের প্রধান অঙ্গীকার।
এসময় তিনি দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :