সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জামালপুরে সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গত বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সাইফুল ইসলাম শহরের বাইপাস এলাকার আশরাফ মাস্টারের ছেলে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, সাইফুলকে জুলাই ও আগস্ট মাসের ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনার প্রেক্ষিতে, শহরের ফৌজদারি মোড়ে মুজিব বাহিনীর ব্যানারে যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা মিছিল করেছিল। তাদের গ্রেপ্তার দাবি করে এবং প্রতিবাদ জানিয়ে গত রবিবার দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
আপনার মতামত লিখুন :