শিবচরে রাজারচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিবচরে রাজারচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ।
শিবচর উপজেলা প্রতিনিধি:
শিবচর উপজেলাধীন রাজারচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ও৩১ জানুয়ারি) দুইদিন ব্যাপী বিদ্যালয় মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন জনাব পারভীন খানব ,শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি রাজার চর উচ্চ বিদ্যালয় ।
আরো উপস্থিত ছিলেন সন্ন্যাসীরচর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ কহিনুর হাওলাদার এবং মোঃ গিয়াস উদ্দিন মৃধা আহবায়ক সন্ন্যাসীরচর ইউনিয়ন বিএনপি । উপস্থিত ছিলেন মোঃ রুবেল হাওলাদার যুগ্ম আহবায়ক শিবচর উপজেলা কৃষকদল। রাজারচর এর যুব সমাজের সহযোগিতা এই অনুষ্ঠান সফল ভাবে সম্পূর্ণ হয় ।
দীর্ঘ ১২ বছর পর রাজারচর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় । বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে জানতে পারি দীর্ঘদিন পরে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পরে তার অনেক আনন্দিত।
দেহ ও মন উভয়ের সমন্বেেয় গঠিত হয় জীবন। মনের উন্নতির জন্য যেমন জ্ঞানচর্চার প্রয়োজন, তেমনি দেহের উন্নতির জন্য প্রয়োজন দেহ চালনা। খেলাধুলা শরীর সঞ্চালনের বিশেষ সহায়ক, এই জন্যই প্রত্যেক বিদ্যালেেয় বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলার ব্যবস্থা রাখা হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তার মূল্যায়ন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতার আসরই নয়, এটি ক্রীড়া মনোভাবেরও এক অসাধারণ প্রদর্শনী।
আপনার মতামত লিখুন :