ad728

ভোট ব্যবস্থা পুনর্গঠনে সহযোগিতার আহ্বান নির্বাচন কমিশনারের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ভোট ব্যবস্থা পুনর্গঠনে সহযোগিতার আহ্বান নির্বাচন কমিশনারের।

মোঃ ইমরান আহমেদ।
নিজস্ব প্রতিবেদক, নাটোর।

নাটোরে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বর্তমান বাস্তবতায় সুষ্ঠু নির্বাচনের জন্য নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। যারা গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করেছেন, তারা এখন নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।


নির্বাচন কমিশনার বলেন, ভোট ব্যবস্থার প্রতি জনগণের আস্থাহীনতা সৃষ্টি হয়েছিল, যা সাম্প্রতিক পরিবর্তনের অন্যতম কারণ। তিনি উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, “নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, তবে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। একে অপরের দিকে দায় চাপিয়ে দেওয়ার বদলে আমাদের সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে।”


নারীদের ছবি তোলার বিষয়ে কিছু সংবেদনশীলতা থাকলেও এ বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মনে করেন আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, “বিদেশে চিকিৎসার জন্য গেলেও একজন নারীর পাসপোর্ট প্রয়োজন হয়, আর পাসপোর্টের জন্য ছবি আবশ্যক। এটি কীভাবে আরও সহজ করা যায়, সে বিষয়ে আমাদের ভাবতে হবে।”

জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মারুফাত হোসাইন ও জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ