সোহেল রিগ্যান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোহেল রিগ্যান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। মোঃ জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি:
রাঙামাটির উদীয়মান লেখক, কলামিস্ট ও সাংবাদিক সোহেল রিগ্যানের উপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা।
এছাড়াও বান্দরবান সদর হাসপাতালে ডাক্তার সংকট, অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়ম দূর্ণীতির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি।০২/০১/২০২৫ বিকাল ৪ ঘটিকায় বান্দরবান 'শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের' সামনে মানবন্ধন করে পিসিসিপি।
৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে পিসিসিপি বান্দরবান জেলা সেক্রেটারি হাবিব আল মাহমুদ বলেন '৪৮ ঘন্টার ভিতর বান্দরবানের সদর হাসপাতালের অব্যাবস্থাপনা ও শিক্ষাক্ষাতে সমস্যা দূরিকরণে কোনো পদক্ষেপ না নিলে কঠোর আন্দালন গড়ে তুলব' এবং সাংবাদিক সোহেল রিগ্যানের উপর হামলাকারীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান পৌর সভাপতি তানভির হোসেন ইমন, পিসিসিপি বান্দরবান পৌর সেক্রেটারি মিসবাহ উদ্দীন সহ সদর ও ইউনিউয়ন পর্যায়ের নেতাকর্মীগণ।
আপনার মতামত লিখুন :