নাটোরে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি পেশ
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
নাটোরে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি পেশ।
মোঃ ইমরান আহমেদ।
নিজস্ব প্রতিবেদক, নাটোর।
নাটোর পৌরসভার উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, নাটোর জেলা শাখা।
০৩ ফেব্রুয়ারি সোমবার সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসদ, নাটোর জেলা শাখার আহ্বায়ক দেবাশীষ রায়। এছাড়াও উচ্ছেদকৃত হকারদের পক্ষে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান, জাফর, নিতাইসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি গ্রহণ করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। তিনি হকারদের সমস্যা গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং তাদের পুনর্বাসন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, হকাররা শহরের নিম্নবিত্ত শ্রেণির শ্রমজীবী মানুষ, যাদের জীবিকা নির্বাহের বিকল্প ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হয়েছে। তারা অবিলম্বে পুনর্বাসনের দাবি জানান এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি নাটোর পৌরসভা এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, যার ফলে বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার কর্মসংস্থান হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে ভবিষ্যতে তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে।
আপনার মতামত লিখুন :