ad728

ইন্দুরকানি উপজেলার নামকরণ জিয়ানগর পুনর্বহালের জন্য জন সমীক্ষা অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ইন্দুরকানি উপজেলার নামকরণ জিয়ানগর পুনর্বহালের জন্য জন সমীক্ষা অনুষ্ঠিত 

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের  ইন্দুরকানি  উপজেলার নামকরণ জিয়ানগর পুনর্বহালের দাবিতে জনসমীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আসাদুজ্জামান অত্র উপজেলায় সরোজমিনে  উপস্থিত থেকে এ জনসমীক্ষা গ্রহণ করেন। 

অত্র উপজেলায় চারটি স্পটে এ জনসমীক্ষা অনুষ্ঠিত হয়। এগুলো হলো বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ, উপজেলা পরিষদ মিলনায়তন, ইন্দুরকানী বাজার ভূমি অফিসের সামনে, ও টগরা কামিল মাদ্রাসা মাঠ। কয়েক হাজার মানুষ এ জনসমীক্ষা অনুষ্ঠানে উপস্থিত থেকে জিয়ানগর উপজেলা নামকরণের পক্ষে গণস্বাক্ষর করেন। 

এ জনসমীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা  নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী, উপজেলা বিএনপি'র আহবায়ক ফরিদ আহমেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু,   উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো: তৌহিদুর রহমান রাতুল সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজকর্মী, সাধারণ মানুষ সহ বিশিষ্ট জন উপস্থিত থেকে উপজেলার নামকরণ জিয়ানগর পুনর্বহালের পক্ষে জনসমীক্ষায় গণস্বাক্ষর করেন। 


উল্লেখ্য যে, ২০০১ সালের বিগত ০৪ দলীয় জোট নির্বাচনের সময় বেগম খালেদা জিয়া নির্বাচনী জনসভায় পিরোজপুরে আসলে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব পিরোজপুর সদর উপজেলার সাথে সংযুক্ত পাড়েরহাট, পওাশী ও বালিপাড়া এই তিনটি ইউনিয়ন নিয়ে জিয়ানগর উপজেলা করার দাবি করেন।

এই দাবির প্রেক্ষিতে ০৪ দলীয় জোট  সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ০৩টি ইউনিয়ন নিয়ে জিয়ানগর উপজেলা নামে অত্র উপজেলা গঠনের প্রস্তাব আনেন।  অতঃপর ২০০২ সালের ১৭ এপ্রিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর  রহমানের নাম অনুসারে জিয়ানগর উপজেলার গেজেট প্রকাশিত হয় এবং একই বছরের ২১এপ্রিল বেগম খালেদা জিয়া অত্র উপজেলায় সফরে  এসে জিয়ানগর উপজেলা আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর  উদ্বোধন করেন। 


অতঃপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১৭ সালের ০৮ ফেব্রুয়ারি জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা নামে গেজেট প্রকাশ করে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার নাম জিয়ানগর পুনর্বহালের দাবি উঠলে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি  প্রদান করেন এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিপুত্র ও অএ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মাসুদ বিন সাঈদী ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর উপজেলার নাম পরিবর্তনের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব হাসান আরিফ সাহেবের কাছে অএ উপজেলার স্থানীয় তিন হাজারের অধিক জনগণের স্বাক্ষর যুক্ত একটি আবেদন পেশ করেন। তারই ফলশ্রুতি স্বরূপ এ জনসমীক্ষা অনুষ্ঠিত হয়।