মাটিরাঙ্গায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মাটিরাঙ্গায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত
'তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে'র আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মাটিরাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান দিপু, জাতীয় মহিলা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল ত্রিপুরা ও প্রশিক্ষন কর্মকর্তা আশা ত্রিপুরা ছাড়াও জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকবৃন্দ ছিলেন।
উদ্বোধন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, উদ্যোক্তা হিসেবে নারীদের অংশগ্রহণ অর্থনীতিতে যেমন গতি আনছে, তেমনি দারিদ্রতা বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ক্ষমতায়নেরও দৃষ্টান্ত হয়ে উঠছে। মূলত: নারী উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, পণ্যের প্রচার এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এমন উৎসবের আয়োজন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
৩৫ টি স্টল নিয়ে শুরু হওয়া এ নারী উদ্যোক্ত মেলায় নিজেদের হাতে তৈরি হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার, গহনা সহ নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। আগামী ৪-৬ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শণার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে উৎসব প্রাঙ্গণ। এমনটাই জানিয়েছেন
আপনার মতামত লিখুন :