নাটোরের সিংড়ায় পলকের মুক্তির দাবিতে পোস্টারিং
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
নাটোরের সিংড়ায় পলকের মুক্তির দাবিতে পোস্টারিং।
মোঃ ইমরান আহমেদ।
নিজস্ব প্রতিবেদক, নাটোর
নাটোরের সিংড়ায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মুক্তির দাবিতে পোস্টারিং করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার দেখা যায়।
পোস্টারে দাবি করা হয়েছে, পলকের বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক। এতে লেখা হয়েছে, "চলনবিলের মাটি ও মানুষের প্রিয় সন্তান জুনাইদ আহমেদ পলকের নিঃশর্ত মুক্তি চাই।" পোস্টারের নিচে সৌজন্য হিসেবে সিংড়া উপজেলা ছাত্রলীগের নাম উল্লেখ রয়েছে।
এছাড়া, পলকের মুক্তির দাবিতে ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে। সংগঠনটির ফেসবুক পেজ এবং সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েলের ব্যক্তিগত অ্যাকাউন্টেও এ সংক্রান্ত ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে।
তবে, বিষয়টি নিয়ে সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতির বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :