ad728

বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

জামালপুরের বকশীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটরসাইলকেল চালক নিহত হয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কের মাস্টার বাড়ি এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মিন্টু কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মিয়ারচর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্র ও বকশীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, বুধবার সকালে মনিরুজ্জামান মিন্টু নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শেরপুর জেলা শহরে যাওয়ার সময় বকশীগঞ্জ পৌর এলাকার মাস্টার বাড়ি বাজার এলাকায় পৌছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান মিন্টু মারা যান। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়। 

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘাতক চালক পালিয়ে গেলে তাকে আটক করা যায়নি। 

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু