বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মাদারীপুর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক কমিটি অনুমোদন।
শিবচর উপজেলা প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ১৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন।
মাদারীপুর সদর মাওলানা শরীফ মোহাম্মদ মিজানুর রহমান আহবায়ক ও হাফেজ মাওলানা মোঃ কুতুব উদ্দিন মাদবর কে সদস্য সচিব করে এই কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ওলামাদল। মাদারীপুর জেলার শিবচর উপজেলাধীন সন্ন্যাসীরচর ইউনিয়ন বাড়ি কুতুব উদ্দিন মাদবর সেই সাথে সন্ন্যাসীরচর ইউনিয়ন এর রাজার চর ফরাজী কান্দির কৃতি সন্তান জনাব মোঃ কালাম মুন্সী যুগ্ম আহবায়ক নির্বাচিত হন।
তাদের সাথে কথা বলে জানতে পারি এই কমিটি পেয়ে তারা অত্যন্ত আনন্দিত । আগামীতে এই ওলামাদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করবেন। ১৯৭৯ সালের ৩০ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী চিন্তাধারার লোকদের নিয়ে জাতীয়তাবাদী উলামা দল গঠন করেন। নব্বইয়ের দশকে সংগঠনের প্রথম সম্মেলনে মাওলানা এসএম রুহুল আমিনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।
বিএনপির রাজনীতির মূল ভিত্তি ছিল-আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস,বাংলাদেশী জাতীয়তাবাদ
গণতন্ত্র অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের অর্থে সমাজতন্ত্র ।
আপনার মতামত লিখুন :