ad728

আক্কেলপুরে বাস চাপায় কৃষকের মৃত্যু


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

আক্কেলপুরে বাস চাপায় কৃষকের মৃত্যু 
সুকমল চন্দ্র বর্মন (পিমল) 
জয়পুরহাট প্রতিনিধি :
 জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের রূপনগর মোড়ে বাসচাপায় আসলাম সরদার (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম সরদার আক্কেলপুর পৌরসভার শান্তা মহল্লার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে মাংস কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আসলাম সরদার। আক্কেলপুর কলেজ বাজারে যাওয়ার জন্য তিনি একটি ব্যাটারিচালিত ভ্যানে ওঠেন, যেখানে আরও কয়েকজন যাত্রী ছিলেন।

রূপনগর মোড় এলাকায় একটি ট্রাক মাল আনলোড করছিল। এসময় ব্যাটারিচালিত ভ্যানটি অসাবধানতাবশত ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে আসলামসহ তিনজন যাত্রী ছিটকে সড়কে পড়ে যান। ঠিক তখনই আক্কেলপুর বাস টার্মিনাল থেকে বগুড়াগামী একটি বাস দ্রুতগতিতে এসে আসলাম সরদারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই রমজান সরদার বলেন, আমার ভাই মাংস কিনতে কলেজ বাজারে যাচ্ছিলেন। কিন্তু পৌঁছানোর আগেই বাসচাপায় তার মৃত্যু হলো।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, বাসচাপায় আসলাম সরদার নামে একজন নিহত হয়েছেন। পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ দুর্ঘটনার পর স্থানীয়রা বেপরোয়া যান চলাচল বন্ধ ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ