নাটোরে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির সব কমিটি বিলুপ্ত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
নাটোরে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির সব কমিটি বিলুপ্ত।
নিজস্ব প্রতিবেদক,নাটোর।
নাটোরে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নাটোর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত ও সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম।
সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, ৯ ফেব্রুয়ারি ২০২৫ থেকে নাটোর জেলার সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অচিরেই এসব ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
বিএনপির এই সিদ্ধান্তের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ মনে করছেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
নাটোর জেলা বিএনপির এক নেতা বলেন, "দলের গতিশীলতা বাড়াতে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করি, নতুন কমিটিতে ত্যাগী ও কর্মীবান্ধব নেতাদের জায়গা দেওয়া হবে।"
এদিকে, নতুন কমিটি গঠনের বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, শিগগিরই কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শে নাটোর জেলার প্রতিটি ইউনিটে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :