খুলনায় নিজ বড় বোনের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
খুলনায় নিজ বড় বোনের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ।
কাজী রায়হান তানভীর সৌরভ।
খুলনা প্রতিনিধি।
খুলনা নগরীর দৌলতপুর এলাকার সিদ্দিক ব্যাপারীর ছেলে মোঃউসুফ বেপারী। তিনি অভিযোগ আনেন যে তার বড় বোন শাহানা বেগম তার বাবার কাছ থেকে প্রতারণা করে তাদের পৈত্রিক সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন।
তার বোন ও তার বোন জামাই দুজনে মিলে বিভিন্ন সময় তাদের পৈতৃক সম্পত্তি বিক্রয়ের পায়তারা করেন।
এছাড়া উক্ত সম্পদ নিয়ে বিভিন্ন রকম হয়রানি ও প্রতারণা করে আসছেন।
উক্ত বিষয়ে প্রতিবেশীদের সাক্ষাৎকারে পাওয়া যায় অভিযোগের প্রাথমিক সত্যতা।
সাহানা ও ইউসুফের একাধিক নিকটস্থ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বলেন।
শাহানা দীর্ঘদিন যাবত তার ভাইয়েদের সাথে প্রতারণা করে আসছে।
তারা আরো বলেন
বাবার অসুস্থতা ও সরলতাকে কাজে লাগিয়ে সম্পত্তি লিখিয়ে নিয়েছিল শাহানা বেগম।
পরিবারের বড় সন্তান হওয়ায় তার বাবা নির্দ্বিধায় লিখে দিয়েছিল জীবনের শেষ সম্বল টুকু।
কিন্তু জমি বুঝে পাওয়ার পর থেকেই শাহানা
তার বাবা ও মায়ের উপরে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে এবং ভাইয়েদেরকে বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে বঞ্চিত করে।
এমনকি তার বাবা ও মায়ের মৃত্যুর জন্য এলাকাবাসী শাহানাকেই দায়ী করেছেন।
আপনার মতামত লিখুন :