ad728

নাটোরে শিশু খাদিজা হত্যা মামলায় অভিযুক্তের ১০ বছরের আটকাদেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নাটোরে শিশু খাদিজা হত্যা মামলায় অভিযুক্তের ১০ বছরের আটকাদেশ।

মোঃ ইমরান আহমেদ।
নিজস্ব প্রতিবেদক, নাটোর।

 নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশু খাদিজা খাতুনকে হত্যার দায়ে অভিযুক্ত মোঃ সাকিবকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। সোমবার নাটোরের শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ ডিসেম্বর বিকেলে খাদিজা বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন তার ভাই থানায় সাধারণ ডায়েরি করেন। ২২ ডিসেম্বর সকালে বাড়ির পাশের একটি দীঘিতে খাদিজার বস্তাবন্দী মরদেহ পাওয়া যায়।
এই ঘটনায় শিশুটির বাবা মোঃ মনিরুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোঃ সাকিবকে প্রধান অভিযুক্ত করা হয়। পুলিশ তদন্তে নেমে মোঃ সাকিবকে গ্রেফতার করে এবং আদালতে সোপর্দ করে।
শিশু আদালতে মামলাটি শুনানির পর অভিযুক্ত মোঃ সাকিবকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়েছে। বিচারক তার রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারার উল্লেখ করেন, যেখানে শিশু নির্যাতন ও হত্যার জন্য শাস্তির বিধান রয়েছে।