ad728

তত্ত্বাবধায়কের কার্যালয়ের তালা খুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নওগাঁয় বন্ধের একদিন পর তত্ত্বাবধায়কের কার্যালয়ের তালা খুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

বন্ধের একদিন পর নওগাঁ জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়কের কার্যালয়ের তালা খুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় হাসপাতাল প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তালা খুলে দেন তারা। এর আগে গতকাল মঙ্গলবার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে হাসপাতাল ঘেরাও করে তত্ত্বাবধায়ক কার্যালয়ে তালা দিয়েছিলেন শিক্ষার্থী।
নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবু জার গাফফার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ফজলে রাব্বি ও রাফিসহ শিক্ষার্থী প্রতিনিধিরা আজ সকাল ১০ থেকে ঘন্টাব্যাপী আলোচনা করে এ সিদ্ধান্ত নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে এমপি-মন্ত্রীরা নওগাঁ জেনারেল হাসপাতালকে কেন্দ্র করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। পুরো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার কাঠামো নষ্ট করে দিয়েছে। পরিবর্তীতে সমস্যা গুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছিলাম। এরপরও নানান অজুহাতে হাসপাতাল প্রশাসন বিষয়টি নিয়ে কালক্ষেপণ করেছে। এর মধ্যে আবার তারা হীরক জয়ন্তী উদযাপনে ব্যস্ত। তাই জোরালো প্রতিবাদের অংশ হিসেবে তত্ত্বাবধায়ক কার্যালয় তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, তালাবদ্ধ রাখার এক দিনের মধ্যেই বেশ কিছু সমস্যা সমাধানে কাজ শুরু করেছে হাসপাতাল প্রশাসন। পর্যায়ক্রমে দ্রুততার সঙ্গে সব সমস্যা সমাধান করবেন এমনটি আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের আশ্বাসে এবং রোগীদের স্বার্থ বিবেচনায় তত্ত্বাবধায়ক কার্যালয়টি আবারো খুলে দেওয়া হয়েছে। এরপরও সমস্যা গুলোর সমাধান না হয় তাহলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ