নাটোরের লালপুরে বিএনপি নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
নাটোরের লালপুরে বিএনপি নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ।
মোঃ ইমরান আহমেদ।
নিজস্ব প্রতিবেদক, নাটোর।
নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে আটক এক বিএনপি নেতাকে মুক্তি দিতে চাপ সৃষ্টি করতে সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তারা লালপুর থানার সামনে অবস্থান নেন এবং পরে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে লালপুর কলোনী এলাকা থেকে লালপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন খাঁ ও তার দুই ছেলেকে আটক করা হয়। পরে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হলে, সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন।
প্রথমে থানার সামনে অবস্থান নিলেও, পরে আন্দোলনকারীরা ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এই অবরোধ পুলিশি আশ্বাসের পর প্রত্যাহার করা হয়।
তবে, দুপুরের দিকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। বিএনপি নেতাকর্মীদের পুনরায় সড়কের আশপাশে অবস্থান নিতে দেখা যায়। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু জানান, সেনাবাহিনী একটি ভুল বোঝাবুঝির কারণে তাদের আটক করেছে, এবং তারা দ্রুত মুক্তির দাবি জানাচ্ছেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি নুরুজ্জামান বলেন, চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনী তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। পরে তাদের সমর্থকরা সড়ক অবরোধ করলেও পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আপনার মতামত লিখুন :