ad728

সিটিসিআরআইপি প্রকল্পের ১৮ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বেতাগীতে সিটিসিআরআইপি প্রকল্পের ১৮ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ 

মোঃ শাহজালাল, বরগুনাঃ
বরগুনার বেতাগী উপজেলায় সিটিসিআরআইপি প্রকল্পের অধীনে ১৮ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান পলাতক আওয়ামী লীগ নেতা ও বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দীনের যোগসাজশে বেতাগী হাই স্কুল রোড হয়ে স্টিলব্রিজ পর্যন্ত ও বেতাগী সালেহা সিনিয়র মাদ্রাসা হয়ে সবুজ কানন স্কুল পর্যন্ত দুইটি রাস্তায় বিশাল অনিয়মের অভিযোগ ও প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
রবিবার সন্ধ্যা ৭টায় বরগুনা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেতাগী নিবাসী মোঃ মারুফ রেজা।

লিখিত বক্তব্যে মোঃ মারুফ রেজা বলেন, বরগুনার বেতাগী উপজেলায় সিটিসিআরআইপি প্রকল্পের অধীনে ১৮ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান পলাতক আওয়ামী লীগ নেতা ও বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দীনের যোগসাজশে বেতাগী হাই স্কুল রোড হয়ে স্টিলব্রিজ পর্যন্ত ও বেতাগী সালেহা সিনিয়র মাদ্রাসা হয়ে সবুজ কানন স্কুল পর্যন্ত দুইটি রাস্তায় বিশাল অনিয়মের অভিযোগ ও প্রতিকারের
জন্য গত ২৬ শে আগস্ট প্রধান প্রকৌশলী এলজিইডির বরাবরে কাজের অনিয়মের আবেদন করি। তৎকালীন প্রধান প্রকৌশলী একটি টিম তদন্তের জন্য গঠন করেন। রাস্তার অনিয়মের ব্যাপারে এলজিডি সচিব বরাবরে আবেদন করি। বেতাগী পৌর অডিটোরিয়ামের সাত কোটি টাকার কাজ হ্যান্ডওভার না দিয়ে সিংহভাগ বিল তুলে নিয়েছেন। তার কোন তদারকি সংস্থা আছে বলে ইঞ্জিনিয়ার মোঃ জসিম উদ্দিন মনে করেন না। ঠিকাদারের পক্ষে যা ইচ্ছে তাই কাজ করে চলছেন। অন্যদিকে পলাতক মেয়র উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ বি এম গোলাম কবির এই কাজের ফিফটি পার্সেন্ট শেয়ার। বর্তমানে এই রাস্তা দুটিতে চার ইঞ্চি খোয়ার কাজ চলছে। এর উপরে ১০ মিলি রড দিয়ে ছয় ইঞ্চি ঢালাই হ ওয়ার কথা। কিন্তু পলাতক ঠিকাদার দূরে থেকে ইঞ্জিনিয়ারের সাথে যোগাসাজেসে দেড় থেকে দুই ইঞ্চি ঢালাই দিচ্ছে। বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন অ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর হিসেবে বেতাগীতে ১৩ বছর যাবত আছেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি পলাতক মেয়র এবিএম গোলাম কবিরের সাথে যোগসাজশে এসব অপকর্ম করে আসতেছে। আওয়ামী লীগের এই মেয়র,  ইঞ্জিনিয়ার এবং পলাতক ঠিকাদার ব্যাথা কি উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান এরা ১৫ বছর বেতাগী পৌরসভার উন্নয়ন কাজের ২৫ পারসেন্ট কাজ করেছে। আর ৭৫% তাদের পকেটে ঢুকিয়েছে। ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন হয়েছে আঙ্গুল ফুলে কলাগাছ। 
সংবাদ সম্মেলনে মারুফ রেজা ১৮ কোটি টাকার এই উন্নয়নমূলক কর্মকান্ডে যাতে আওয়ামী লীগের দোসরা সিংহভাগ অর্থ লুটপাট করতে না পারে সে ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

মোঃ শাহজালাল 
বরগুনা

আলোচিত শীর্ষ ১০ সংবাদ