'শত্রুতার জেরে' ৯৫০ কলা গাছ কেটে ফেললো প্রতিপক্ষ
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শত্রুতার জেরে' ৯৫০ কলা গাছ কেটে ফেললো প্রতিপক্ষ
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৯৫০ সাগর কলার গাছ কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা।
মঙ্গলবার রাতে উপজেলার বাঁশচড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো: সোহেল রানা জানায়, ১৫ থেকে ২০ দিন পর কলা গুলো পরিপক্ব হতো তখন আমি কলা গুলো বিক্রি করতে পারতাম। আমি কৃষি ব্যাংক থেকে ঋণ করে বাগান করেছিলাম। আমার বাগান নষ্ট করেছে বাঁশচড়া এলাকার আবদুল মান্নান ও তার ছেলে আবু সাঈদ সহ আরও কয়েকজন। তারা আমার প্রায় ৫ লক্ষ টাকার কলা গাছ কেটে আমাকে সর্বশান্ত করে পথে বসিয়ে দিয়েছে আমি এখন ''কি করবো-কোথায় যাবো" এভাবেই অশ্রুসিক্ত কণ্ঠে কথা গুলো বলছিলেন ক্ষতিগ্রস্ত কৃষক সোহেল রানা।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী একই এলাকার মফিজুল, ফারুক, নাজমা, আসমা, মৌসুমিসহ আরো কয়েকজন জানান, কোন কিছু বুঝে উঠার আগেই আব্দুল মান্নান ও তার ছেলে আবু সাঈদ মিলে তারা আরও ৫-৬ জন লোককে সঙ্গে নিয়ে এসে কলাগাছগুলি নির্দয়ভাবে কেটে ফেলে। এতে সোহেলের অনেক ক্ষতি হয়েছে। আমরা এদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
আপনার মতামত লিখুন :