সাংবাদিকদের সাথে অতিরিক্ত ডিআইজির শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সাংবাদিকদের সাথে অতিরিক্ত ডিআইজির শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি:
বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: নাজিমুল হক এর সাথে পিরোজপুরের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: নাজিমুল হক।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী,এম এ রব্বানী ফিরোজ, জহিরুল হক টিটু, জিয়াউল আহসান, খালিদ আবু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তফা প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, খেলাফত হোসেন খসরু যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কুমার শুভ রায়, নির্বাহী সদস্য হাবিবুর রহমান, সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দীপঙ্কর মিন্টু প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মুকিত হাসান খান, পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সোবহান সহ পিরোজপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
মতবিনিময় সভা অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি মো: নাজমুল হক তার বক্তব্যে বলেন, পিরোজপুর জেলাকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস চাঁদাবাজি সহ যেকোনো অপরাধ দূর করতে ও জনগণের মধ্যে সচেতনেতা বৃদ্ধিতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, মাদক একটি পরিবার, দেশ তথা জাতিকে ধ্বংসের দিক থেকে ঠেলে দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মাদকের কারণে অপরাধ বেড়ে যায়, তাই বরিশাল বিভাগে মাদকের কেনাবেচা, সরবরাহ, মাদক ব্যবসায়ী ও ডিলারদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অত্র বিভাগে মাদকের দুই একজন ডিলারদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, সাংবাদিকরা আমাদেরকে সহযোগিতা করলে মাদকসহ যে কোন অপরাধ নির্মূল করা আমাদের পক্ষে সম্ভব ও সহজ হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :