জিয়ানগর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জিয়ানগর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি :
মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পিরোজপুরের জিয়ানগর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জিয়ানগর থানা সভাকক্ষে এ হাউজ ডে অনুষ্ঠিত হয়।
জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ হোসেন এর সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো:মুকিত হাসান খান।
জিয়ানগর থানার এস আই আ: জলিলের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো:তৌহিদুর রহমান রাতুল,তনং বালিপাড়া ইউ.পি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: শহিদুল ইসলাম বাবুল তালুকদার,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খাঁন মো:নাসির উদ্দিন,উপজেলা ছাএদলের সাবেক সভাপতি মো:শাহিদুল ইসলাম শহিদ,সদর ইউনিয়নের ইউ.পি সদস্য মজনু হোসেন
রনি,২নংপওাশী ইউ.পি সদস্য মো:রফিকুল ইসলাম, ০১নং পাড়েরহাট ইউ.পি সদস্য মো:খায়রুল ইসলাম সহ বিএনপি ও জামায়াতে ইসলামী দলের নেতাকর্মী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি মোঃ মুকিত হাসান খান বলেন,পুলিশ ও জনগনের মধ্যে অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে পারস্পরিক মনোভাব ব্যক্ত করে, এলাকার অপরাধীদের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে,ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে সমাধানের পথ সুগম করার জন্যই আজকের এই ওপেন হাউজের আয়োজন।
তিনি বলেন মাদক,সন্ত্রাস, জঙ্গিবাদ ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধে জনসাধারণকে সচেতন হতে হবে, সবার সহযোগিতা পেলে পুলিশ দ্রুত অপরাধীকে শনাক্ত করে অপরাধ নির্মূল করতে পারবে।
মাদকের ডিলার, মাদক কেনাবেচার সাথে জড়িত ও সহযোগীদের চিহ্নিত করে পুলিশকে সঠিক তথ্য দিতে হবে। প্রয়োজনে তথ্য দাতাদের নাম, পরিচয় গোপন রাখা হবে। মসজিদের ইমাম সাহেবের জুমার নামাজের আলোচনায় মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে মুসল্লিদের সামনে তুলে ধরতে হবে। তাহলে অনেকেই এই খারাপ কাজ থেকে ফিরে আসবে। অভিভাবকদের সচেতন হতে হবে। পারিবারিকভাবে এ ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জঙ্গিবাদ, চাঁদাবাজ, বাল্যবিবাহ ও ইভটেজিং প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
আপনার মতামত লিখুন :