সংবাদ প্রচারের পর বালু উত্তোলন বন্ধে বকশীগঞ্জ প্রশাসনের অভিযান
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ প্রচারের পর বালু উত্তোলন বন্ধে বকশীগঞ্জ প্রশাসনের অভিযান
জামালপুরের বকশীগঞ্জে জলে ও স্থলে বালু লুটের মহোৎসব নিয়ে সেবা হট নিউজে “বকশীগঞ্জে নদ-নদী ও ফসলি জমিতে বালু লুটের মহোৎসব!” শিরোনামে ও বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রচারের পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মেরুরচর ইউনিয়নের মাদারের চর ব্রিজের নিচে ওই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
এসময় বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে মাটি কাটা যন্ত্র ভেকু মেশিনের দুটি ব্যাটারী জব্দ করা হয়।
গত দুই দিন থেকে বকশীগঞ্জ উপজেলার নদ-নদী ও ফসলি জমিতে ড্রেজার মেশিন ও ভেকু মেশিন দিয়ে অবাধে উত্তোলন করা নিয়ে উপজেলা প্রেসক্লাবের সদস্যদের স্বনামধন্য জাতীয় দৈনিক গুলোতে সংবাদ প্রচারিত হয়।
খবর গুলো উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার নজরে এলে তিনি সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদকে অভিযান পরিচালনার নির্দেশ দেন।
পরে সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদকে সঙ্গে নিয়ে মাদারের চর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় ভেকু মালিককে পাওয়া না গেলে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
আপনার মতামত লিখুন :