বার্তার সম্পাদকে দেখে নেয়ার হুমকি খুলনা সাংবাদিক সংস্থার
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বিশেষ প্রতিনিধি
বেলা বার্তা
ডেস্ক রিপোর্ট
কিছুদিন আগে খুলনা সাংবাদিক সংস্থা থেকে মেসেজ আসে আমাদের বেলা বার্তার সম্মানিত সম্পাদক সাহেবের কাছে ।
তারপর দেখে নেয়ার হুমকি।
আসলে আমাদের দেশে হচ্ছে কি আওয়ামীলীগের দোসরারা কি এখন এদেশ নিয়ে ষড়যন্ত্র করছে?
একটি নিউজ বেলা বার্তায় প্রকাশিত হয় ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ এ প্রকাশিত হওয়ার পরে খুলনা সাংবাদিক সংস্থার এক ফেক ফেজবুক আইডি থেকে আমাকে মেসেজ দেয়া হয় , মেসেজের রেপ্লাই দেয়ার পরে সে আমার সাথে দেখা করার ইচ্ছা পোষণ করে আমিও বলি চলে আসেন কিন্তু সে আসে নি দেখা করার জন্য না এসে সে উলটো আমাকে দেখে নেয়ার হুমকি দেয়।
এরা হচ্ছে এস আই মাসুদ আর সাগর দুই অপরাধী যারা এখন পলাতক রয়েছে। তাদের সহযোগী প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষ ।
এস আই মাসুদ আর সাগর এদের বিরুদ্ধে নিউজ পাবলিশ হওয়ার সাথে সাথে এরা আমাদের বেলা বার্তার পিছনে লেগে আছে।
অপরাধীর বিরুদ্ধে কথা বলাও এখন অপরাধ মনে হচ্ছে।
এসব ভুয়া আইডি ব্যবহারকারীদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ করছি প্রশাসনকে।
আপনার মতামত লিখুন :