অটো রি*ক্সার ধাক্কায় মাহিমের মৃ*ত্যু
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
অটো রি*ক্সার ধাক্কায় মাহিমের মৃ*ত্যু
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
জামালপুর সদর উপজেলার জামালপুর - ঢাকা মেইন রোড় সংলগ্ন জামতলী নারায়ণপুর পুলিশ ফাঁড়ির নিকটবর্তী পশ্চিম দিঘুলী পাড় এলাকায় মসজিদ সংলগ্ন বেটারি চালিত গাড়ির (অটো) ধাক্কায় মো: সামিউল এর আদরের ছেলে মাহিমের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ বিকেল ৫ঃ০০ ঘটিকার সময়। এলাকাবাসীর তথ্য অনুসারে মসজিদের পূর্বপাশেই তাদের বাড়ি। রাস্তার পশ্চিম পাশে বড়ই খেতে দৌড় দেয়, সাথে তার মাও উপস্থিত ছিলেন। মাহিমের মা মাহিমকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আর এদিকে বেটারি চালিত গাড়িও (অটো গাড়ি) তার গতি নিয়ন্ত্রণ করতে না পাড়া এ দূর্ঘটনা ঘটে। প্রচুর রক্তপাত হয় এবং হাসপাতালে নেওয়ার চেষ্টাকালে কিছু দূর অগ্রসর হলেই ৫-১০ মিনিট পরই মাহিম ইহকালের মায়া ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নারায়ণপুর পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করলে তারা জানান যে, অভিযোগ দিলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :