ইসলামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
ইসলামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জাকিরুল ইসলাম বাবু,
জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর বালিয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
জামালপুর।
আপনার মতামত লিখুন :