ad728

" টিভি টুডে "- নামে ভুয়া স্যাটেলাইট টিভি চ্যানেল খুলে ৫০ লাখ টাকা হাতিয়ে নিলেন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

" টিভি টুডে "- নামে ভুয়া স্যাটেলাইট টিভি চ্যানেল খুলে ৫০ লাখ টাকা হাতিয়ে নিলেন আহসান হাবীব। 

নুরুল ইসলাম, কক্সবাজার 

দেশের প্রশাসনের নাকের ডগায় দাঁড়িয়ে সর্বাধুনিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক নিরাপত্তা সংস্থা থাকার সত্ত্বেও সর্বাধুনিক স্যাটেলাইট টিভি চ্যানেল 'টিভি টুডে' নামে ভুয়া চ্যানেল খুলে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আহসান হাবীব নামের এক প্রতারক।
সারা দেশ থেকে ভুক্তভোগী সাংবাদিকসহ অনেক সাধারণ উচ্চাকাঙ্ক্ষী মিডিয়া সাংবাদিক হওয়ার জন্য অপেক্ষামান নতুন সাংবাদিকরা এই প্রতারণার শিকার হয়েছেন।
ঘটনাটি প্রায় ৬ মাস যাবত বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য আধুনিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি নির্ভর বিভিন্ন তথ্য উপাত্ত এবং জমকালো মিডিয়ার কারিগরি প্রযুক্তি সম্বলিত ছবি ও কিছু ভিডিও ডকুমেন্টারি প্রচার করে সাধারণ সাংবাদিকসহ নতুন নতুন সাধারণ মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় 'সি-মার্ক ব্রডকাস্টিং (মিডিয়া) লিমিটেড'-এর ব্যানারে ফেসবুক, ই-মেইল ও ওয়েবসাইট ঠিকানা ব্যবহার করে এই ভুয়া 'টিভি টুডে' নামীয় প্রতিষ্ঠানটির সর্বাধিক কর্মকর্তা খ্যাত 'টিভি টুডে'র এইচআরডি-এর প্রধান নির্বাহী জনাব আহসান হাবীব (মোবাইল নম্বর-০১৭৭৮০৩৩১০২) এই নম্বরে প্রত্যেকের সঙ্গে প্রথমে ৬০০০ টাকা এবং পরবর্তীতে ১৩০০ টাকা সর্বমোট ৭৩০০ টাকা করে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা পূর্বক হাতিয়ে নিয়েছেন এবং এখনো নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
সাংবাদিকতার সকল সুযোগ-সুবিধা সহকারে প্রমাণ স্বরূপ প্রয়োজনীয় ডকুমেন্টস, বুমসহ মাইক্রোফোন, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, পিআইবি সার্টিফিকেটসহ যাবতীয় ইকুইপমেন্ট ও ডকুমেন্টস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে নিজ নিজ বাসায় পাঠানোর কথা বারবার বলে প্রতিনিয়ত ভুক্তভোগীদের হয়রানি ও প্রতারণা পূর্বক আজ কাল করে দীর্ঘ ছয় মাস ধরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন।
ভুক্তভোগীরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলে, তিনি তার উপরোক্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার জন্য বলেন। কিন্তু ভুক্তভোগীরা যোগাযোগ করলে তিনি পরবর্তীতে আর কোনো যোগাযোগ করেন না বা প্রতি উত্তর দেন না, এমনকি তিনি ফোন ধরেন না। সময় সময় দুই একটি ফোন ধরলেও ঠান্ডা মাথায় নয় ছয় কথা বলে ফোন কেটে দেন।
আজ কাল করে দীর্ঘ ছয় মাস পরে এখন তিনি ভুক্তভোগী সাংবাদিকদের বলছেন যে নিউজ পাঠান ডকুমেন্টস নিয়ে কি করবেন ডকুমেন্টস পরে পাঠানো হবে এখন নিউজ পাঠান বলে ফোন কেটে দিচ্ছেন।প্রসঙ্গত উল্লেখ্য যে তিনার কথা অনুযায়ী টিভি টুডে ই-মেইল ঠিকানায় নিউজ পাঠানোর পরেও কোন নিউজ তিনি প্রকাশ করেন না।  
অফিসের সঙ্গে যোগাযোগ করার কথা বললেও ভুক্তভোগী সাধারণ সাংবাদিকরা যোগাযোগ করার চেষ্টা করলে অফিসের ঠিকানা অনুযায়ী যাওয়ার পর উক্ত 'টিভি টুডে' প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কার্যালয়ের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তিনি এক এক সময় এক এক ঠিকানা প্রচার করে থাকেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।