কাউখালীতে বিষাক্ত পটকা মাছ খেয়ে শিশুর মৃত্যু : ০৪জন হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
কাউখালীতে বিষাক্ত পটকা মাছ খেয়ে শিশুর মৃত্যু : ০৪জন হাসপাতালে ভর্তি
মো: নাজমুল হোসেন
পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলায় একই পরিবারের ০৫ জনে বিষাক্ত পটকা মাছ খেয়ে ০১শিশুর মৃত্যু হয়েছে, বাকি ০৪জন গুরুতর অসুস্থ হয় হাসপাতালে ভর্তি আছেন।
বুধবার (১২মার্চ) উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফাতেমা আক্তার (৫) নামে ০১শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা পশ্চিম চিরাপাড়া গ্রামের হানিফ সরদারের মেয়ের ঘরের নাতনি। বাকি অসুস্থ ০৪জন হলেন শিশুটির মা সাবিনা (২০), খালাদ্বয় সীমা (১৮) ও সুমনা (১৩) এবং নানী আকলিমা বেগম (৫৫) তাদের আশংঙ্কাজনক অবস্থায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত শিশু ফাতেমার নানা হানিফ সরদার বলেন, তিনি অন্য মাছের সঙ্গে নদী থেকে পটকা মাছটি ও ধরে আনেন। দেখতে বেশ বড় ও আকর্ষণীয় হওয়ায় তিনি না ফেলে রান্না করতে বলেন।রাতে রান্না করে পরিবারের সবাই খেলে ০৫জনই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের পেটে ব্যাথা, বমি ও খিচুনি শুরু হয়,পরে বেশি অসুস্থ হয়ে পড়লে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ফাতেমাকে মৃত: ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, রাত ০২টার দিকে ০৫জনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে ফাতেমা নামের শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়,বাকি ০৪জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :